আফ্রিকার দেশ চাদের রাষ্ট্রপতির ভবনে এক হামলায় ১৮ জন হামলাকারী নিহত ও নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।
হামলার সময় পালিয়ে বেঁচে যাওয়া স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। জেলেরা সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করে জঙ্গিরা এ হামলা চালায়। তবে এই বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রথমবারের মতো অন্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে আবুবকর মারা যাওয়ার খবর দেওয়া হলো। ২০১৪ সালে একটি কলেজ থেকে প্রায় ৩০০ ছাত্রীকে অপহরণ করে বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেন আবুবকর।